সোশ্যাল মিডিয়ায় এদিন একটি ছবি পোস্ট করেন কৌশিক। ওপর নীচে করে দুটো ছবির পোস্টার সাঁটানো। উপরে রয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র পোস্টার, তার ঠিক নীচেই 'অর্ধাঙ্গিনী'র পোস্টার। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "একজন অভিনেতার জীবনে এমন দিন বারবার আসে না। দুটো ছবি দেখতেই একসঙ্গে দর্শক উপচে পড়ছে প্রেক্ষাগৃহে। চূর্ণীর জন্য আমাদের পরিবার ও বন্ধুরা গর্বিত। এই ভালোলাগা থেকেই মনে হয় আমাদের অন্দরমহলের খুশি আপনাদের জানাই।" এদিনের পোস্টে স্ত্রীয়ের সাফল্যের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়ে কৌশিক আরো লেখেন, "টোটাকে নিয়ে আলাদা বিস্তারিত লিখব। শুরু আমাদের জন্য, ওর জন্য বাংলার গর্ব হয়।" প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে প্রায় মাস ২ ধরে চলছে 'অর্ধাঙ্গিনী'। ছবিটি এখনো ভালোবাসা পাচ্ছে দর্শকদের।
২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অর্ধাঙ্গিনী। যেখানে অন্যতম মুখ্য চরিত্রে দেখা গিয়েছে কৌশিক পত্নী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে, ২৮ জুলাই মুক্তি পেল কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। বলিউডের এই ছবিতেও গুরুত্বপূর্ন চরিত্রে রয়েছেন চূর্ণী। স্ত্রীর এই সাফল্যে বেজায় খুশি কৌশিক। সোশ্যাল মিডিয়ায় সেই কথা ভাগ করে নিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় এদিন একটি ছবি পোস্ট করেন কৌশিক। ওপর নীচে করে দুটো ছবির পোস্টার সাঁটানো। উপরে রয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র পোস্টার, তার ঠিক নীচেই 'অর্ধাঙ্গিনী'র পোস্টার। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "একজন অভিনেতার জীবনে এমন দিন বারবার আসে না। দুটো ছবি দেখতেই একসঙ্গে দর্শক উপচে পড়ছে প্রেক্ষাগৃহে। চূর্ণীর জন্য আমাদের পরিবার ও বন্ধুরা গর্বিত। এই ভালোলাগা থেকেই মনে হয় আমাদের অন্দরমহলের খুশি আপনাদের জানাই।" এদিনের পোস্টে স্ত্রীয়ের সাফল্যের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়ে কৌশিক আরো লেখেন, "টোটাকে নিয়ে আলাদা বিস্তারিত লিখব। শুরু আমাদের জন্য, ওর জন্য বাংলার গর্ব হয়।" প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে প্রায় মাস ২ ধরে চলছে 'অর্ধাঙ্গিনী'। ছবিটি এখনো ভালোবাসা পাচ্ছে দর্শকদের।
click and follow Indiaherald WhatsApp channel