প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় সুকান্ত মজুমদারের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্টে দেখা যায়, কোভিড পজিটিভ বিজেপি রাজ্য সভাপতি। করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতিকে রবিবার সন্ধ্য়াতেই ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি হাসপাতালের আইসোলেশন কেবিনে চিকিত্সাধীন। তাঁর লালারসের নমুনা RT-PCR টেস্টের জন্য পাঠানো হয়েছে। তবে বাংলার রাজনীতিতে সৌজন্যের নজির নতুন নয়। গত বছর বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তখনও মুখ্যমন্ত্রী তাঁর শারীরিক কুশল জানার জন্য ফোন করেছিলেন। তবে বাংলার রাজনীতিতে সৌজন্যের নজির নতুন নয়। গত বছর বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তখনও মুখ্যমন্ত্রী তাঁর শারীরিক কুশল জানার জন্য ফোন করেছিলেন।
click and follow Indiaherald WhatsApp channel