শুরু হয়ে গিয়েছে বিগ বস সিজন ১৩। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে ঘরে টিকে থাকার লড়াইও। তবে বিগ বস-এর ঘরের একটি ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন জারিন খান।

অভিনেত্রী রেশমি দেশাইয়ের শরীর নিয়ে মন্তব্য করেছিলেন সাংবাদিক শেফালি বাগ্গ। তারপরই সোশ্যাল মিডিয়ায় শেফালীকে বিঁধলেন জারিন। বললেন, শেফালি একজন পেশায় সাংবাদিক। তাঁর থেকে এরকম মন্তব্য মেনে নেওয়া যায় না। এক জন মহিলা হয়ে আর এক মহিলাকে এরকম মন্ত্যব্য খুবই দুঃখের। এমনকী আরতি সিংহের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন শেফালি। এটাও কখনও উচিত নয় মন্তব্য তাঁর।

 

Find out more: