৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে দেশকে পদক এনে দিল পুরুষ হকি দিল। প্রতিপক্ষ জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন মনপ্রীতরা। দলগত ইভেন্ট হলেও টোকিও অলিম্পিকে নিশ্চিত হল ভারতের চতুর্থ পদক। যদিও এদিন খেলার শুরুতেই পিছিয়ে ছিল ভারত। খেলতে নেমে প্রথম ২ মিনিটেই ধাক্কা পেয়েছিল মনপ্রীতরা। শুরুতেই গোল করে ভারতকে চাপের মুখে রেখেছিল জার্মানি। এক সময় ১-৩ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরেন মনপ্রীতরা। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করল না রূপিন্দর পাল সিং। এরপরেই এগিয়ে যায় ভারত।

১৯৮০ সালে পোডিয়াম ফিনিশের পর প্রথমবার পোডিয়ামে উঠছে ভারত। ব্রোঞ্জ মেডেল নিয়ে দেশে ফিরছে মনপ্রীতরা। টুইট করে ভারতীয় হকি দলকে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''ঐতিহাসিক! আজকের দিন সকল ভারতীয়র মনে থাকবে।'' টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী, জগদীপ ধনখড়। এই পদক কোভিড যোদ্ধা এবং ফ্রন্টলাইন কর্মীদের উৎসর্গ করা হয়েছে। সংবাদমাধ্যমকে এমনটাই জানান ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।এদিনের জয়কে টোকিও ২০২০ অলিম্পিক থেকে ফের ঘুরে দাঁড়ানোর লড়াই। ম্যাচ শেষে এমন বিশ্লেষণ করেছেন প্রাক্তনীরা।

এবার দেখে নেওয়া যাক অলিম্পিক্সে কোন সালে কোন পদক জিতেছে ভারতীয় হকি দল -

১৯২৮ - সোনা

১৯৩২- সোনা

১৯৩৬ - সোনা

১৯৪৮ - সোনা

১৯৫২ - সোনা

১৯৫৬ - সোনা

১৯৬০ - রুপো

১৯৬৪ - সোনা

১৯৬৮ - ব্রোঞ্জ

১৯৭২ - ব্রোঞ্জ

১৯৮০ -  সোনা

২০২০ - ব্রোঞ্জ

మరింత సమాచారం తెలుసుకోండి: