বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন শীর্ষে রয়েছে ভারত। তাদের জয়ের শতকরা হার ৭১.৭। এরপর রয়েছে নিউজিল্যান্ড (৭০ শতাংশ), অস্ট্রেলিয়া (৬৯.২), ইংল্যান্ড (৬৮.৭ শতাংশ)। করোনার জন্য একাধিক সিরিজ বাতিল হওয়ায় আইসিসি ঠিক করেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে জয়ের শতকরা হার ব্যবহার করা হবে। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবে ভারত আর একটি সিরিজ খেলবে। সেটি ইংল্যান্ডের সঙ্গে। অন্যদিকে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ফাইনালে উঠতে গেলে টিম পেনের দলকে ওই সিরিজে জিততেই হবে। প্রথমে ঠিক ছিল লর্ডসে এই ম্যাচ হবে ১০ থেকে ১৪ জুন। কিন্তু সংবাদ সংস্থার খবর, এবার এই ম্যাচ হবে ১৮ থেকে ২২ জুন। পরের দিন, অর্থাৎ ২৩ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। প্রথমে ঠিক ছিল লর্ডসে এই ম্যাচ হবে ১০ থেকে ১৪ জুন। কিন্তু সংবাদ সংস্থার খবর, এবার এই ম্যাচ হবে ১৮ থেকে ২২ জুন। পরের দিন, অর্থাৎ ২৩ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel