ইতিমধ্যেই বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন বলিউড অভিনেত্রী সানি
লিওনি। আর আইটেম নাম্বারে প্রযোজকদের একেবারে প্রথম সারিতে তাঁর নাম। আর হবে নাই
বা কেন। সানি লিওনি আইটেম সংয়ে অনবদ্য। অন্তত ভিউ সে কথাই বলছে। তাই আবার নতুন আইটেম
সংয়ে ফ্লোর মাতিয়ে দিলেন সানি। 'মোতিচুর চাকনাচুর' সিনেমার বাতিয়াঁ
বুঝা দো গানে ডান্স ফ্লোরে ঝড় তুললেন সানি লিওন। সানির বিপরীতে দেখা গেল
নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে। দেখুন সেই ভিডিয়ো -
আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে দেবামিত্রা বিসওয়াল পরিচালিত মোতিচুর চাকনাচুর। দেখুন এই গানের মেকিং। যা কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সানি লিওনি।
click and follow Indiaherald WhatsApp channel