রজত
জয়ন্তী বর্ষে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার নেতাজি ইন্ডোর
স্টেডিয়ামে ঘড়ির কাঁটায় চারটে বাজতেই যেন গোটা স্টেডিয়াম জুড়ে যেন চাঁদের হাট।
শাহরুখ খান, মহেশ ভট্ট, রাখি গুলজার থেকে শুরু করে টলিউডের
নুসরত জাহান, মিমি চক্রবর্তী, পাওলি দাম, দেব,
সোহম
সহ হাজির টলিউডের প্রায় সবাই। রাজ চক্রবর্তী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে
অনুষ্ঠানে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন
যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া। এ বছর চলচ্চিত্র উৎসবে ফোকাস
কান্ট্রি জার্মানি। দেখানো হবে সে দেশের বিখ্যাত পরিচালকদের ক্লাসিক সব সিনেমা। এবারের
কলকাতা চলচ্চিত্র উৎসবে মোট ২১৪ টি ফিচার ছবি দেখানো হবে। যার মধ্যে থাকবে ১৫২ টি
স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। ৭৬ টি দেশের ছবি দেখানো হতে চলেছে উৎসবে। যার
মধ্যে ভুটান, আফগানিস্তান, সিরিয়া, গুয়াতেমালা, উরুগুয়ে, লেবানিয়ার
মতো দেশের ছবি রয়েছে। চলচ্চিত্র উৎসবের সূচনা হবে ‘গুপি
গাইন বাঘা বাইন’ ছবি দিয়ে।
তবে রাখি গুলজার উদ্বোধনী মঞ্চে বলার সময় হলো এক বিশেষ চমক। প্রথমে নস্টালজিক হয়ে গিয়ে রাখি যোগ করেন, "আমার ধমনীতে বাংলা, আমি বাংলার মেয়ে"। "অনেক ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি কিন্তু এত ভাল ভাবে সবাইকে খুশি করে কাজ কোথাও হয়না", যোগ করেন রাখি। কিন্তু হাততালিতে স্টেডিয়াম ফেটে পড়ল যে কারণে তা হলো –রাখি গুলজার বাংলা শেখাবেন শাহরুখ খানকে। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে কিং খানকে দিয়ে বাংলা বলালেন রাখি গুলজার। বর্ষীয়ান অভিনেত্রীকে শুনে রবি ঠাকুরের 'ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা' শোনালেন বাজিগর।
click and follow Indiaherald WhatsApp channel