করোনা মোকাবিলায় সঙ্গে প্রশাসনকে আরও একটা বিষয়ের সঙ্গে লড়তে হচ্ছে সেটা হলো গুজব। এই অস্থির পরিস্থিতিতে গুজব কিন্তু বাড়ছে। রাজ্যে দিঘার সৈকতের বোল্ডারের খাঁজে সোনা ও পয়সা পাওয়া যাচ্ছে। প্রথমে দিকে দু’চার জন খোঁজ শুরু করে। কয়েকজন আবার কিছু পয়সাও পায়। এরপরই শনিবার সকাল থেকে গুজব রটে যায় খুঁজলেই পয়সা-সোনা পাওয়া যাচ্ছে। ফলে ভোর থেকে দিঘার মেরিন ঘাট থেকে যাত্রানালা পর্যন্ত এলাকায় কয়েকশ মানুষ ব্যাগ হাতে সোনা ও পয়সার খোঁজে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, লকডাউনের নিয়ম ভেঙে প্রায় তিন/চারশ বিভিন্ন বয়সের মানুষ চলে আসেন সৈকতে।

 

অন্যদিকে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে রাজ্যে। আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৪ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। নবান্নে সাংবাদিক বৈঠক করে এদিন এই তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। কলকাতা নিয়ে রাজ্য সরকার উদ্বিগ্ন। ৮০ শতাংশ করোনা কেস-ই কলকাতায়। জনসংখ্যা বেশি হওয়ার কারণে কলকাতায় ঘিঞ্জি এলাকার সংখ্যা বেশি। তারউপর কলকাতায় লোকের আনাগোনা বেশি। সব মিলিয়ে কলকাতায় সোস্যাল ডিস্ট্যানসিং বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবার আগামী ২৭ এপ্রিল সোমবার সকাল ১০টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর এই নিয়ে তৃতীয় বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে পর্যালোচনায় বসবেন প্রধানমন্ত্রী। আগামী ৩ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আরও বাড়ানো হবে কি না অথবা উঠে গেলে পরবর্তী পরিস্থিতি কী ভাবে সামলানো হবে, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

మరింత సమాచారం తెలుసుకోండి: