১৯৫০ সালের পর থেকে এই নিয়ে চার বার রং এবং ডিজাইন বদল হয়েছে ভারতীয় নৌসেনার পতাকার। এবার নৌসেনার পতাকায় ছত্রপতি শিবাজি মহারাজের রাজমুদ্রার প্রতীক যুক্ত হল। মারাঠা রাজা শিবাজী মহারাজের সিলমোহরের আদলে এই নতুন পতাকা তৈরি করা হয়েছে। এর আগে সেন্ট জর্জের ক্রসের আদলে ছিল ভারতীয় নৌসেনার পতাকা। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ঔপনিবেশিক অতীতের বোঝা থেকে মুক্তিপেল নৌসেনা।’

পাশাপাশি, জলে ভাসল দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’। ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া আইএনএস বিক্রান্ত দেশে তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এই রণতরীতে প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। এই রণতরীতে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে। মিগ-২৯কে-র মতো যুদ্ধবিমানও ওঠানামা করার সুবিধা থাকবে এই যুদ্ধজাহাজে। ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা। এক দশকেরও বেশি সময় ধরে এই রণতরী নির্মাণের কাজ চলেছে।গত বছরের অগস্টে ‘সি ট্রায়াল’ শুরু করা হয়েছিল। প্রায় এক বছর ধরে এই ‘ট্রায়াল’ প্রক্রিয়া চলেছে। নৌসেনার তরফে আগে জানানো হয়েছে যে, পরীক্ষামূলক প্রক্রিয়া সফল হয়েছে। প্রসঙ্গত, ভারতের হাতে আগেও এই নামে একটি রণতরী ছিল। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ‘আইএনএস বিক্রান্ত’। নব্বইয়ের দশকের শেষ পর্বে বিক্রান্ত অবসর নেয়। ভেঙে ফেলা হয় জাহাজটি। তারই স্মৃতিতে একই নামে দেশে তৈরি করা হল এই যুদ্ধজাহাজ। বিক্রান্তের আগে ভারতের হাতে আগে এক মাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ হিসাবে ছিল ‘আইএনএস বিক্রমাদিত্য’।

మరింత సమాచారం తెలుసుకోండి: