সমাজবাদী পার্টির প্রধান অখিলেশের সমর্থনে বারাণসীতে প্রচার সভা শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনের মধ্যেই মমতা অখিলেশের হয়ে প্রচার করবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন। আগামী ৭ মার্চ ভোট হওয়ার কথা বারাণসীতে। বৃহস্পতিবার, ৩ মার্চ উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোট। মোট ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোট হবে আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুর (শহর)-এও। মমতা অবশ্য তাঁর সাংবাদিক বৈঠক করবেন গোরক্ষপুর থেকে প্রায় শ’-দুই কিলোমিটার দূরে। বারণসীতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে মমতা প্রচার করবেন সমাজবাদী পার্টির হয়ে। তাঁর রাজনৈতিক সম্পর্কে ‘ভাই’ সমাজবাদী পার্টি-র প্রধান অখিলেশ যাদবের জন্য। আগামী ৭ মার্চ উত্তরপ্রদেশে সপ্তম এবং শেষ দফার বিধানসভা নির্বাচন। তার আগে যে মমতা উত্তরপ্রদেশে আসবেন, তা আগেই জানিয়েছিলেন। শিবরাত্রির পরের দিনই যে তিনি বিশ্বনাথধামে পৌঁছবেন, সে কথাও জানিয়েছিলেন মমতা।

উল্লেখ্য, বুধবারই বারণাসীতে মমতাকে কালো পতাকা দেখানো নিয়ে বিজেপির সমালোচনা করে একটি ফেসবুক পোস্ট করেছিলেন অখিলেশ যাদব। হিন্দিতে তিনি যা লিখেছিলেন, তার বঙ্গানুবাগ করলে দাঁড়ায়, দিদি এবং ভাইকে পাশাপাশি দেখে বিজেপির অবস্থা খারাপ। কেন না তারা এখনও পশ্চিমবঙ্গের লজ্জাজনক হারের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। তা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারাণসীতে কালো পতাকা দেখাতে হচ্ছে। আসলে এটা বিজেপির হতাশার প্রতিফলন। কারণ তারা বুঝে গিয়েছে উত্তরপ্রদেশেও একই ভাবে হারতে চলেছে।

প্রসঙ্গত, ১০৮ পুরসভার ভোটের ফলাফলে বাংলায় আবার তৃণমূল কংগ্রেসের জয়জয়কার।

మరింత సమాచారం తెలుసుకోండి: