এবার বিশ্বের দু'নম্বর দল থেকে এবার নিজেকে সরিয়ে নিলেন ক্যাপ্টেন অ্যাজার। রিয়াল মাদ্রিদের (Real Madrid CF) ৩১ বছরের উইঙ্গার আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বললেন। বুধবার অ্যাজার ইনস্টাগ্রামে পোস্ট জানিয়ে দিলেন যে, 'রেড ডেভিলস'-এর (Red Devils) জার্সি তিনি তুলে রাখছেন। বেলজিয়ামের সোনালি প্রজন্মের নায়ক লিখলেন, 'আরও একটি পাতা উল্টে ফেললাম আজ। সকলকে ধন্যবাদ এই অসাধারণ সমর্থনের জন্য়। ২০০৮ থেকে এই আনন্দের শরিক আপনারা। আবারও ধন্যবাদ। আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। উত্তরাধিকার প্রস্তুত। আমি আপনাদের মিস করব।'

অন্যদিকে, দলের একাধিক ক্রিকেটারের চোট নিয়ে উদ্বিগ্ন রোহিত। কিছুটা বিরক্তিও। তাঁর বক্তব্য, ‘‘আমার আঙুলের অবস্থা একদমই ভাল নয়। বুঝতেই পারছেন কেন ব্যাট করতে নামতে হল। আরও কয়েক জনের চোট রয়েছে। এত চোট লাগার কারণ খতিয়ে দেখতে হবে। হয়তো বেশি ক্রিকেট খেলা হয়ে যাচ্ছে ওদের। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বসে কার উপর কেমন চাপ পড়ছে দেখতে হবে। ভারতের হয়ে খেলতে হলে সম্পূর্ণ ফিট থাকতে হবে। অর্ধেক ফিট থাকলে হবে না।’’ উল্লেখ্য, বুধবারের ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলের হাড় সরে গিয়েছে রোহিতের। হারের কারণ হিসাবে দলের সার্বিক ব্যর্থতাকেই দুষেছেন তিনি। ৬৯ রানে বাংলাদেশের ৬ উইকেট ফেলে দেওয়ার পরেও লিটন দাসরা ২৭১ রান তুলেছেন। রোহিত বলেছেন, ‘‘মাঝের ওভারগুলোই আমাদের সব থেকে বেশি ক্ষতি করল। প্রথম ম্যাচেও একই সমস্যা হয়েছিল। নিজেদের কাজ সম্পর্কের আমাদের প্রত্যেককে ভাবতে হবে। নিজেদের কাজ আমরা ঠিক ভাবে করতে পারলে মেহেদি হাসান এবং মাহমুদুল্লাহ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত না। আমাদের শিখতে হবে জমে যাওয়া জুটি কী ভাবে ভাঙা যায়। ভাল ফল করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।’’

మరింత సమాచారం తెలుసుకోండి: