স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে লক্ষ্মণ স্পষ্ট ভাষায় দাবি করেছেন, ‘আমি মনে করি, জোরে বল করতে পারে এমন কয়েক জন বোলারকে চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অস্ট্রেলিয়ার আবহাওয়া সম্পূর্ণ আলাদা হবে। আমার মনে হয় না, ওখানে বল খুব বেশি সুইং হবে। সেই কারণে যে উইকেটের বাউন্স, গতি এবং একই সাথে বৈচিত্র্যগুলি ব্যবহার করতে পারবে, এমন কাউকে প্রয়োজন।’
অন্যদিকে, চলতি টি ২০ বিশ্বকাপের শেষ ম্যাচের আগে টিম ইন্ডিয়ার ভবিষ্যতের দুই করুণ পেস বোলারের নাম উল্লেখ করলে বোলিং কোচ ভরত অরুণ। যাঁরা টিম ইন্ডিয়ার বোলিং ইউনিটকে এগিয়ে নিয়ে যাবে। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলারের পারফরম্যান্স আহামরি কিছু হয়নি।
প্রেস কনফারেন্সে ভারতের বোলিং কোচ ভরত অরুণ বলেন, ‘ভবিষ্যতের জন্য ভারতীয় দলে বেশ কয়েকটি প্রতিভাশালী তারকা রয়েছে, যার মধ্যে মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা অন্যতম। যেহেতু আমাদের খেলোয়াড়দের ওয়ার্কলোডের বিষয়েও খেয়াল রাখতে হবে, তাই সে কথা ভেবে আমার মনে হয় ওরা অনেক দূর এগিয়ে যাবে।’ তথ্য ক্রিক ট্র্যাকার
click and follow Indiaherald WhatsApp channel