করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এই অবস্থাতেই দিন কয়েক আগে হঠাৎই না বলে কয়ে কালারস বাংলা চারটি ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। এ ভাবে আগে থেকে না জানিয়ে ধারাবাহিক বন্ধ করে দেওয়ার ঘটনায় গর্জে উঠেছিল টলিউড। সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছিলেন শিল্পীরা। জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। শোনা যাচ্ছিল, বন্ধ হয়ে যেতে পারে সেই ধারাবাহিকও। গত তিন বছরে প্রায়শই টিআরপি’র শিখরে থাকা ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা চাউর হতেই মন খারাপ হয়েছিল ভক্তদের। রাসমণির চরিত্রে দিতিপ্রিয়ার সুদক্ষ অভিনয়, লোকভাষায় কথা আর শুনতে-দেখতে পাবেন না বলে যখন হয়রান হচ্ছিলেন রাসমণি ভক্তরা, ঠিক তখনই চ্যানেল থেকে প্রকাশ করা হল এক বিবৃতি। জি বাংলার ক্লাস্টার হেড (পূর্ব) সম্রাট ঘোষ বলেন, “করোনা সঙ্কটেও ‘নন স্টপ আবোল তাবোল’ , ‘প্রিয় তারকার অন্দরমহল’ সমেত সময়োপযোগী এবং নতুন কনটেন্ট নিয়ে এসেছি। করোনা কালে শুটিং পুনরায় আরম্ভ হলে ‘ক্ষীরের পুতুল’ এবং ‘কাদম্বরী’-র মতো নতুন ধারাবাহিক নিয়ে আসব আমরা। শুধু তাই নয়, ‘করুণাময়ী রাণী রাসমণি’ ‘জয় বাবা লোকনাথ’ এবং ‘নেতাজি’-র মতো ধারাবাহিকগুলোও আগের মতো দেখানো শুরু হবে।”

সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে করুণাময়ী রাণী রাসমণি?

మరింత సమాచారం తెలుసుకోండి: