আজ, শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতর সিজিও কমপ্লেক্সে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতর সিজিও কমপ্লেক্সে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিজিও কমপ্লেক্সে (ইডি দফতর) নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে, এই মামলায় দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সে বার তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। গত ২৩ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুত্রসন্তানকে কোলে নিয়ে ইডি দফতরে গিয়েছিলেন অভিষেক-ঘরণি। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে ইডির বিশেষ দল এসেছে শহরে।

অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এদিন কালীঘাট থেকে ইডি দফতরে রওনা হতেই সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ করে তোপ দাগল তৃণমূল নেতৃত্ব। দলীয় টুইটার হ্যান্ডেল থেকে একাধিক তৃণমূল নেতা-নেত্রী ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে বলে সরব হলেন। কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপির পুতুল বলে কটাক্ষ করলেন। এমনকি #PuppetsofBJP বলে প্রচারও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের সমস্ত বিধায়ক, সাংসদ সহ সাংগঠনিক ব্যক্তিরা এই প্রচার করছেন। ইতিমধ্যেই একাধিক মন্ত্রী পোস্ট করেছেন। এককথায় অভিষেকের ইডি অফিসে হাজিরার দিনই বিজেপিকে বেনজির আক্রমণ তৃণমূলের। কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছে তৃণমূল। এবার আবার অভিষেককে ইডির তলব করতেই, গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে ফের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

Find out more: