আর সাইরেন বাজিয়ে শব্দ দূষণ নয়। এবার শহর কলকাতায় অ্যাম্বুলেন্সের জন্য গ্রিন চ্যানেল তৈরির পরিকল্পনা করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত গ্রিন চ্যানেলের বিষয়টি এখন পরিকল্পনা স্তরেই রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ নিয়ে কাজ শুরু করেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অ্যাম্বুলেন্সের সাইরেনের তীব্র আওয়াজে যাতে রোগী তথা সাধারণ মানুষকে শব্দদূষণে জেরবার হতে না হয়, সেই কারণেই সাইরেন বিহীন গ্রিন চ্যানেলের পরিকল্পনা। আপাতত শহরে এই পরিকল্পনা বাস্তবায়িত করার কথা থাকলেও, পরবর্তীকালে গোটা রাজ্যে তা ছড়িয়ে দেওয়া হবে।
সূত্রের খবরে জানা গিয়েছে, নির্দিষ্ট গ্রিন চ্যানেল থাকলে, সাইরেন না বাজিয়েই অ্যাম্বুলেন্স রোগী নিয়ে নির্দিষ্ট হাসপাতালে পৌঁছতে পারবে। এই বিষয়টি নিয়ে নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। তাদের সহযোগিতা করবে পরিবহণ দপ্তর ও কলকাতা পুলিস। নবান্নের ওই সূত্রটি জানিয়েছে, গ্রিন চ্যানেলের জন্য সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সে থাকবে বিশেষ একটি সফটওয়্যার। নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে ওই অ্যাম্বুলেন্স ভাড়া নিতে হবে। অ্যাম্বুলেন্সের সফটওয়্যার যুক্ত থাকবে কলকাতা পুলিসের সঙ্গে। রোগী নিয়ে যাওয়ার সময় নির্দিষ্ট রাস্তা চিহ্নিত করে দেওয়া হবে অ্যাম্বুলেন্সের জন্য। যেখান দিয়ে সাইরেন না বাজিয়ে শুধুমাত্র ফ্ল্যাশলাইট জ্বেলে রোগী নিয়ে যাওয়া যাবে। এই পরিষেবা চালু হলে অনেক দ্রুত হাসপাতালে পৌঁছতে পারবে অ্যাম্বুলেন্সে থাকা রোগী।
click and follow Indiaherald WhatsApp channel