স্ত্রী গৌরী এবং ছোট ছেলের সঙ্গে দীপাবলির আনন্দে মেতে উঠেছিলেন শাহরুখ। আর তাতেই কট্টরপন্থীদের রোষের শিকার হতে হল তাঁকে!
সোমবার কপালে তিলক পরে টুইটারে একটি পোস্ট করেন তিনি। ক্যাপশনে সবাইকে দীপাবলির শুভেচ্ছাও জানান শাহরুখ। ওই পোস্ট নিয়েই যত বিপত্তি। ভিন্ন ধর্মের হয়েও তিনি কেন দীপাবলি পালন করবেন সে প্রশ্ন তোলেন অনেকে। শুধু তাই নয়, তাঁকে ‘ভুয়ো’ বলেও কটাক্ষ করা হয়।
গোটা ঘটনায় শাহরুখের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা শাবানা আজমি। শাহরুখের ওই ছবির স্বপক্ষে তিনি টুইটারে লেখেন, ‘শুনলাম কপালে তিলক পড়ার জন্য নাকি অপমানিত হতে হচ্ছে শাহরুখকে। যে সমস্ত মানুষ এ সব করছেন দয়া করে নিজের চরকায় তেল দিন। ইসলাম ধর্ম এতটাও সঙ্কীর্ণ নয় যে ভারতীয় রীতিনীতি পালন করা যাবে না। গঙ্গা, যমুনা এবং তেহজিবের মধ্যেই ভারতের সৌন্দর্য লুকিয়ে রয়েছে।
গণেশ পুজো থেকে ইদ, দিওয়ালি থেকে রমজান— সমস্ত অনুষ্ঠানই পরিবারের সঙ্গে পালন করে এসেছেন কিং খান। কিছু দিন আগে গণেশ পুজো করার জন্যও তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা হয়েছিল। আবারও বিতর্কে জড়ালেন তিনি। যদিও তিনি এসব বিতর্কে ভ্রুক্ষেপ করেননা, তবে এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি শাহরুখ।
click and follow Indiaherald WhatsApp channel