বাস্তবের লক্ষ্মী আর পর্দার মালতী একই সুরে ফ্রেমে একই সুরে বাঁধা পড়লেন। ছপকের ‘মালতি’ দীপিকা পাডুকোন নিজের ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্টে সেই ভিডিয়ো আপলোড করেছেন। আর তারপর সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় নেয়নি।দুজনে সেখানে একই ফ্রেমে ধরা পড়েছেন।
অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের লড়াইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছপকের কাহিনি। ছপকে লক্ষ্মীর চরিত্রের নাম মালতি। মালতির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। আগামী শুক্রবার, ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে মেঘনা গুলজার পরিচালিত ছপক। দীপিকাই এই ছবির প্রযোজক। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তার ট্রেলার। সেখানে দীপিকার অভিনয় চোখে জল এনে দিয়েছে ফ্যানদের।
আর ‘সোনি মিউজিক ইন্ডিয়া ভিভো’-র একটি ভিডিয়ো অ্যালবামের একটি গান ‘নাগিন’। গানটি গেয়েছেন, আস্থা গিল এবং আকাসা সিংহ। ২০১৯ সালের ২৯ নভেম্বর সোনি মিউজিক ইন্ডিয়া ভিভো-র ইউটিউব চ্যানেলে আপলোড হয়। এখনও পর্যন্ত ভিডিয়োটি ১৭ লাখের বেশি বার দেখা হয়েছে ইউটিউবে।
নাগিন গানে লক্ষ্মীর সঙ্গে নেচে দীপিকা একপ্রকার ছপকের প্রচারেই ব্যবহার করলেন। লক্ষ্মী-দীপিকার এই ডুয়েট টিকটকে সাত লাখ ৪৬ হাজারের বেশি বার দেখেছেন ফ্যানেরা। আর আস্থার অ্যাকাউন্টে মাত্র ১৪ ঘণ্টাতেই ভিডিয়োটি, এক লাখ ৭২ হাজারের বেশিবার দেখা হয়েছে।
আস্থা ভিডিয়োটি পোস্ট করে, লক্ষ্মী ও দীপিকাকে ট্যাগ করে দিয়েছে। সেই সঙ্গে এত সুন্দর একটি ভিডিয়ো উপহার দেওয়ার জন্য দু’জনকে ধন্যবাদ জানিয়েছেন নাগিনের গায়িকা।
click and follow Indiaherald WhatsApp channel