জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ স্টেশনে (Secunderabad Junction) ঢুকতে কিছু সময় বাকি ছিল বলেই যাত্রীরা নামবে বলে সবাই প্রস্তুত ছিল। ফলে সকলেই সজাগ ছিলেন। স্টেশনে ঢোকার কয়েক মিনিট আগেই এসি কামরায় আগুন লাগে। আচমকাই এসি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। এস-৪, এস-৫, এস-৬ এই তিনটি কোচে পরপর আগুন ধরে যায় বলে খবর। তবে আগুন কামরার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুন কী করে ধরল তা স্পষ্ট নয়। তবে আগুনের শিখায় ঢেকে গিয়েছে ট্রেনের কামরা। ট্রেন তখন চলছে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁদেরই মধ্যে একজন চেন টানেন। ট্রেন থামিয়ে দেন চালক। ততক্ষণে তাঁদেরও বিষয়টা নজরে আসে।
এর আগেও ২০১৯ সালে সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকার সময়েই আগুন আগে হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় ট্রেনের রেকটি। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে রেল।
click and follow Indiaherald WhatsApp channel