হাওয়া অফিস জানিয়েছে, ফের নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর ও ভাগলপুর থেকে মালদা হয়ে পূর্ব দিকে মনিপুর পর্যন্ত বিস্তৃত। সিকিম থেকে একটি অক্ষরেখা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব বাংলাদেশের উপর তৈরি হয়েছে আরও একটি ঘুর্ণাবর্ত রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে বলে মনে করছে হাওয়া-অফিস। বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ১৫ ই আগস্ট এর পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।
click and follow Indiaherald WhatsApp channel