ভারত-পাকিস্তান আবারো মুখোমুখি হতে চলেছে। চিরপ্রতিদ্বন্দ্বী এই ম্যাচ অন্য মাত্রায় নিয়ে যাবে বলে আশাবাদী। বর্তমানে এই দুই এশীয় দলকে বিশেষ করে ক্রিকেট মাঠে খুব কমই মুখোমুখি হতে দেখা যায়। সেই রকমই একটি ম্যাচ হতে চলেছে আগামী মঙ্গলবার। ছোটদের বিশ্বকাপ অর্থাৎ অনূর্ধ্ব-১৯ এর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ছোটদের টুর্নামেন্ট হোক বা বড়দের ম্যাচে উত্তেজনা যে একই রকম থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না।
সুপার লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ কে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভারতের ছোটোরা। অপরদিকে চতুর্থ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছোয় পাকিস্তান। এখন পর্যন্ত চারবার এই ট্রফি জেতা ভারতকে এবারেও ফেভারিট হিসাবে ধরা হচ্ছে।অন্যদিকে পাকিস্তান এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে দু’বার।
click and follow Indiaherald WhatsApp channel