জুনে পরীক্ষা, পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। জানানো হয়েছে জুন মাসে মাধ্যমিক এবং তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব পৈঁছেছিল রাজ্যের কাছে। পর্ষদ ও সংসদের প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য। মূলত করোনা আবহে টালমাটাল পরিস্থিতির কথা মাথায় রেখেই সিদ্ধান্ত। কবে পরীক্ষা সে নিয়ে পরে বিস্তারিত সূচি  ঘোষণা করবে সংসদ এবং পর্ষদ।

বুধবার পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী বছরের ১ জুন থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তা চলবে ১০ জুন পর্যন্ত। তার পরেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যদিও ওই পরীক্ষা কবে থেকে হবে, তা এখনও পর্যন্ত জানায়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবারের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছর ১ জুন মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, হিন্দি-সহ একাধিক প্রথম ভাষার পরীক্ষা ওই দিন হবে। এর পরের দিন দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে। শুক্রবার, ৪ জুন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। ৫ জুন ভূগোল পরীক্ষা হবে। সোমবার, অর্থাৎ ৭ জুন নেওয়া হবে অঙ্কের পরীক্ষা। ৮ এবং ৯ জুন, মঙ্গল এবং বুধবার যথাক্রমে পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞানের পরীক্ষা হবে। ১০ জুন, অর্থাৎ বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।  

మరింత సమాచారం తెలుసుకోండి: