টেস্টে ব্যাক টু ব্যাক হারের পর আবার ওয়ান ডে সিরিজে প্রথম ম্য়াচে লজ্জার হার। ৩১ রানে টিম ইন্ডিয়াকে হারতে হলো। কিন্তু কেন হারতে হলো ? চারটি কারণ খুঁজে বের করার চেষ্টা করলাম আমরা। সেগুলো কী কী দেখে নেওয়া যাক-

১) ভারত প্রথমে বল করে। বুমরা এবং অশ্বিন ছাড়া অ্যাটাকিং বোলিং বাকিদের থেকে ততটা পাওয়া যায়নি। মাঝের ওভারে কোনও উইকেটই তুলতে পারেনি ভারত। এমনকি ভেঙ্কটেশ আইয়ারকে কেন ছয় নম্বর হিসেবে ব্যবহার করা হলো না সেই প্রশ্ন উঠছে। তাহলে কেনই বা দলে নেওয়া হলো ভেঙ্কটেশ আইয়ারকে? ভূবনেশ্বর কুমার, যজুবেন্দ্র চাহাল এবং শার্দুল ঠাকুরের থেকে কোনও ইমপ্যাক্ট মেলেনি সেই অর্থে। তাই ভারতকে ছয় নম্বর বোলার নিয়ে ভাবতেই হবে।

২) ১৩৮ রানে ১ উইকেট থেকে ১৯৯ রানে ৭ উইকেট। আবারও মিডল অর্ডার ব্যর্থ। টেস্টে শতরান করার পর শ্রেয়স আইয়ারের থেকে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু তিনিও দলকে নির্ভরতা দিতে পারলেন না। মাত্র ১৭ রানে প্যাভিলিয়নে ফিরলেন। আর ঋষভ পন্থ? আর কতদিনে তিনি ম্যাচিওর ইনিংস খেলার মতো হবেন কেউ জানেন না! যেখানে সবচেয়ে বেশি দরকার ছিল ভারতকে জেতানোর মতো ইনিংস খেলা সেখানেই তিনি ব্যর্থ।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক কেএল রাহুল মিডল অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করেছেন। তাঁর কথায়, ‘‘আমাদের মিডল অর্ডার রান করতে পারেনি। প্রথম ২০-২৫ ওভার ঠিক ছিল। ভেবেছিলাম রানটা তুলতে পারব আমরা। কিন্তু দক্ষিণ আফ্রিকা ভাল বল করল। সঠিক সময় উইকেট পেল ওরা।’’ তারপর রাহুলের সংযোজন, ‘‘শুরুটা আমরা ভালই করেছিলাম, কিন্তু মাঝের ওভারে উইকেট পেলাম না। বিপক্ষকে আটকাতে গেলে মাঝের ওভারে উইকেট ফেলতে হবে। আমাদের দেখতে হবে কী করে সেটা করতে পারি।’’


మరింత సమాచారం తెలుసుకోండి: