অন্যদিকে, ফরিদাবাদের কলেজ ছাত্রী নিকিতা তোমরের খুনের ঘটনায় কেন মুখ খুলছে না বলিউড! কেন বেছে বেছে কয়েকটি বিষয়ে মুখ খোলেন বলিউডের ফিল্মি প্রতিনিধিরা! এবার এমনই প্রশ্ন তুললেন কঙ্গনা রানাউত। সম্প্রতি ফরিদাবাদের বল্লবগড়ে নিকিতা তোমর নামে এক কলেজ ছাত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। লভ জিহাদের জেরেই তৌসিফ নামে এক যুবক নিকিতা তোমরকে প্রকাশ্য দিবালোকে খুন করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার জেরে মুখ খোলেন কঙ্গনা। তৌসিফের শাস্তির দাবিতে সরব হন অভিনেত্রী। পাশাপাশি করিনা কাপুর খান, স্বরা ভাস্কর, সোনম কাপুরের মতো তারকারা কেন নিকিতা তোমরের খুনের ঘটনায় চুপ করে রয়েছেন, সেই প্রশ্নও তোলেন বলিউড কুইন।
click and follow Indiaherald WhatsApp channel