অন্যদিকে, করোনার নয়া ভ্যারিয়ান্ট IHU নিয়ে এবার বিবৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার জেনেভায় প্রথমবার IHU নিয়ে WHO-এর তরফে বিবৃতি দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড সংক্রান্ত বিষয়ের ম্যানেজার আবদি মাহমুদ জানান, করোনার এই নয়া স্ট্রেইন তাদের 'রাডারে' রয়েছে। তিনি আরও বলেন, "নয়া এই ভ্যারিয়ান্টটি ছড়িয়ে পড়ারও সমূহ সম্ভাবনা রয়েছে।" তবে এখনও এই ভ্যারিয়ান্টটি তেমন 'বিপজ্জনক' (Threat) হয়ে উঠতে পারেনি, তাই এটা নিয়ে এখনও তেমন চিন্তার কিছু নেই বলে জানানো হয়েছে WHO-এর তরফে। নভেম্বরে এই নয়া স্ট্রেইনের প্রথম খোঁজ মেলে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও পর্যন্ত IHU নামক এই ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন ১২ জন। আফ্রিকান মহাদেশের অন্তর্গত ক্যামেরুন দেশটি এই ভ্যারিয়ান্টের উত্পত্তিস্থল বলে জানা গিয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel