প্রাঙ্ক ভিডিও ফুটেজ বানাতে গিয়ে গ্রেফতার সাত স্বশরীর ভূত তথা, ইউটিউবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বিগত কয়েক মাস ধরে এলাকার নিরিবিলি রাস্তায় ক্রমশ বেড়েছিল ভূতের উপদ্রব। রক্তাক্ত শরীর, গায়ে সাদা ধবধবে পোশাক, মাথা ভর্তি লম্বা রুক্ষ চুল, হাতে অস্বাভাবিক লম্বা লম্বা নখ— এলাকাবাসী থেকে অন্যান্য বাসিন্দারা মাঝে মধ্যেই দেখা পাচ্ছিলেন তাঁদের। এরফলে লোকালয়ে আতঙ্কের সৃষ্টি হয়।
 স্থানীয়রা ভূতের উপদ্রবে অতিষ্ঠ হয়ে শেষমেশ পুলিশে অভিযোগ জানান। পুলিশের তদন্তে উঠে আসে স্থানীয় এক ইউটিউবারের কথা। এরপর পুলিশের জালে ধরা পড়ে সাতজন ভূত। অবশেষে প্র্যাঙ্ক ভিডিয়ো বানানোর অপরাধে সাত ভূতকে গ্রেফতারও করেছে পুলিস।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর যশোবন্তপুরের শরিফ নগর এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকায় ভূত সেজে প্র্যাঙ্ক ভিডিয়ো বানাচ্ছিলেন কয়েকজন যুবক। এঁদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২২-এর মধ্যে। এলাকার বাসিন্দাদের, ওই এলাকা দিয়ে যাওয়া ট্যাক্সি বা গাড়িগুলিকে ভয় দেখিয়ে তার ভিডিয়ো বানাচ্ছিল এই সাত যুবক।


Find out more: