হাওয়া অফিসের পূর্বাভাসে চিন্তা বাড়ছে। কারণ মহালয়ার তিন দিন আগেও তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি তো হবেই। একই রকম আবহাওয়া থাকতে পারে বৃহস্পতিবারও। এর মধ্যে আবার দু’টি জেলায় দু’দিন ভারী ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গত প্রায় দু’সপ্তাহ ধরেই ঘনঘন বৃষ্টিতে ভিজছে মহানগর। একই অবস্থা শহর সংলগ্ন জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার। তবে এর মধ্যে দু’টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহবিদরা। তারা জানিয়েছেন পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টি হতে পারে দু’দিনই।

নিম্নচাপের প্রভাবে আজ সংলগ্ন জেলা গুলিতে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের, জলপাইগুড়ি ওপরের দিকের এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বৃহস্পতিবারের পর বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। প্রসঙ্গত, বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। রাজস্থান, কচ্ছ, পাঞ্জাব, চণ্ডিগড়, হরিয়ানা থেকে আগামী দু-দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সরে যেতে পারে। আগামী ৪/৫ দিন শুষ্ক আবহাওয়া অর্থাৎ বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম রাজস্থান, চণ্ডিগড় পাঞ্জাব, হরিয়ানা ও রাজধানী দিল্লিতে। উত্তর-পশ্চিম ভারতে বর্ষার বিদায় পর্বের অনুকূল পরিস্থিতি থাকবে।

మరింత సమాచారం తెలుసుకోండి: