একের পর এক  দারুণ ফিচার নিয়ে  লঞ্চ হল KTM। চলতি সপ্তাহের প্রথম দিনেই অর্থাৎ সোমবার লঞ্চ হয়েছে KTM 790 Duke। দাম 8.63 লক্ষ টাকা (এক্স শো-রুম)। ভারতে এটাই KTM এর সবথেকে শক্তিশালী মোটরসাইকেল।
নতুন এই মোটরসাইকেলের সামনে থাকছে একটি 43 মিমি আপ সাইড ডাউন ফর্ক আর পিছনে থাকছে একটি মোনো শক। একাধিক ধাপে অ্যাডজাস্ট করা যাবে এই মনোশক। 790 Duke এর সামনের চাকায় থাকছে 300 মিমি ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় থাকছে 240 মিমি ডিস্ক ব্রেক। মোটরসাইকেলের 17 ইঞ্চি অ্যালয় হুইলে থাকবে Maxxis Supermaxx ST টায়ার।
KTM 790 Duke মোটরসাইকেলে থাকবে একটি 799 cc প্যারালাল টুইন লিকুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 103 bhp শক্তি আর 87 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে একটি 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এর ওজন 189  কিলোগ্রাম।
মোট চারটি রাইডিং মোডে KTM 790 Duke চালানো যাবে। এই মোডগুলি হল স্পোর্ট, স্ট্রিট, রেইন আর ট্র্যাক। সুরক্ষার জন্য এই মোটরসাইকেলে ABS এর সাথে থাকছে সুপারমোট মোড, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, হুইলি কন্ট্রোল কুইক শিফটার। এই সব ফিচার মোটরসাইকেলের TFT ডিসপ্লে থেকে নিয়ন্ত্রণ করা যাবে।


మరింత సమాచారం తెలుసుకోండి:

ktm