রাজ্যে দৈনিক সংক্রমণ এক লাফে বাড়ল। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ছুঁয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ২৮৩। জেলাভিত্তিক তালিকায় ফের শীর্ষে উঠে এল উত্তর ২৪ পরগনা। ওই জেলায় বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ১১৬। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে এই দিন আক্রান্ত হয়েছেন ১০৬ জন। তালিকায় তার পরই রয়েছে নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, হুগলি, হাওড়া। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১৮ হাজার ৪৫৯ জনের। বুধবারের হিসেব ধরে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৮০১। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা— দুই জেলাতেই বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। এ দিন রাজ্যে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১.৪৩ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ১২ লক্ষ ৫৮ হাজার ৭২৬ জন। এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ৪ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৪৬৮। অন্যদিকে,  রাজ্যের যেসব কেন্দ্রে উপনির্বাচন হবে তার মধ্যে রয়েছে ভবানীপুরও। নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পর এই কেন্দ্র থেকেই ফের লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বাংলায় এবার উপনির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু কবে হবে রাজ্যে উপনির্বাচন ?

করোনা পরিস্থিতি বুঝেই অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতেই উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে, এমন একটা জল্পনা ছিল। জঙ্গিপুর ও সামশেরগঞ্জে সংযুক্ত মোর্চার প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত ছিল। উপনির্বাচন হওয়ার কথা এই দুই কেন্দ্রে। তবে পুজোর আগেই রাজ্যে হতে পারে উপনির্বাচন। বুধবার নির্বাচন কমিশনের বৈঠকের পর তেমনটাই মনে করছে বিভিন্ন মহল। আশাবাদী রাজ্যের শাসক দল তৃণমূলও। তবে সে ক্ষেত্রে আগামী কয়েক দিনের মধ্যেই ভোটের দিন ক্ষণ ঘোষণা করতে হবে কমিশনকে।

మరింత సమాచారం తెలుసుకోండి: