বুধবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে যখন ৩ উইকেট আর জয়ের জন্য ৬৪ রান বাকি সেই সময় রোহিত ঝোড়ো ব্যাটিং করলেও জয় অধরাই থেকে যায়। তবে হিটম্যানের ৫১ রানের ইনিংস নজর কেড়েছে অনেকেরই। যদিও শেষ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন রোহিত। শেষ দুই ওভারে মাহমদুল্লাহ এবং মুস্তাফিজুর রহমানের স্পেল গুড়িয়ে ভারতকে অনেকটাই জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান ভারতের অধিনায়ক। আর এই প্রেক্ষিতেই স্বামী রোহিতের খেলার প্রশংসায় পঞ্চমুখ স্ত্রী রীতিকা সাজদে। ইনস্টাগ্রামে রীতিকা লেখেন, "আমি তোমায় ভালবাসি। তুমি যেমন তার জন্য আমি গর্ববোধ করি। সেটাই বজায় রেখো আর আগামীতে সেটাই করতে থেকো।"

দ্বিতীয় এক দিনের ম্যাচের দ্বিতীয় ওভারেই বুড়ো আঙুলে চোট পান ভারত অধিনায়ক। যদিও দলের হার বাঁচাতে বুধবার ৭ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন রোহিত। তার আগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যাট হাতে দলের হার বাঁচাতে মরিয়া চেষ্টা করেন রোহিত। নয় নম্বরে নেমে আগ্রাসী মেজাজে ২৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসও খেলেন। কিন্তু ম্যাচের পর তিনি বলেন, ‘‘আমার আঙুলের অবস্থা বেশ খারাপ। হাড় সরে গিয়েছে। বুঝতেই পারছেন কী পরিস্থিতিতে আমাকে ব্যাট করতে নামতে হয়েছে।’’ রোহিতের পরিবর্তে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল। দ্রাবিড়র বলেছেন, ‘‘বৃহস্পতিবারই রোহিতকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবে। তার পরেই বোঝা যাবে টেস্ট সিরিজ় খেলার জন্য ও ফিরতে পারবে কিনা। আমি নিশ্চিত নই। এত দ্রুত মন্তব্য করাও সম্ভব নয়। শুধু এটুকুই বলব, ওরা তিন জনই শেষ এক দিনের ম্যাচ খেলতে পারবে না।’’

మరింత సమాచారం తెలుసుకోండి: