করোনা আবহ, একের এক বলিউড তারকার মৃত্যু। তারপর সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জলঘোষা হচ্ছে। সেই সঙ্গে উঠছে স্বজনপোষণের অভিযোগ। এরই মাঝে কিছুটা টাটকা বাতাল বলিউডে। ২০২০ অস্কারে আমন্ত্রণ পেলেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন এবং অভিনেত্রী আলিয়া ভাট। অস্কারের আমন্ত্রণের তালিকায়, অভিনয় দুনিয়া থেকে হৃতিক রোশন, আলিয়া ভট্ট ছাড়াও এই আমন্ত্রণে সামিল কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত, কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা, ছোট ছবির পরিচালক, নিস্তা জৈন, অমিত মধেশিয়া, ভিজুয়াল এফেক্ট সুপারভাইজার বিশাল আনন্দ, সন্দীপ কমল-সহ আরও অনেকেই। আলিয়া অবশ্য গত বছরও আমন্ত্রণ পেয়েছিলেন ‘গাল্লি বয়’-তে অভিনয়ের সুবাদে। যদিও জোয়া আখতারের এই ছবি মনোনয়নের প্রথম পর্বেই ছিটকে গিয়েছিল।
click and follow Indiaherald WhatsApp channel