সদ্য মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি ‘পরিণীতা’র ট্রেলার।এখানে তিনি মেহুল চরিত্রে অভিনয় করছেন। ক্লাস ইলেভেনের ছাত্রী। উঠতি বয়স। এই সময়েই সে প্রেমে পড়ে তার টিউটর বাবাই-এর। এই চরিত্রটায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। মহুল বাবাই-এর প্রেমে পাগল হলেও বাবাই-এর কাছে সে একজন ছাত্রী ছাড়া কেউ নয়। এই সময়েই বাবাই মারা যায়। আর এখানেই গল্পে আসে ট্যুইস্ট। এরপর কী করবে মেহুল? তার নারী সত্ত্বা কোন খাতে বয়ে যাবে? তাই নিয়েই গল্প।
ছবিটির পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রীর মতে তাঁরা বাড়ি থেকে হয়ত একসঙ্গেই সেটে বেরোতেন। কিন্তু সেটে গিয়ে রাজ শুধুই একজন পরিচালক। আর তিনিও তখন শুভশ্রী নন। তিনি মেহুল। ফলে স্বামী-স্ত্রী হিসেবে নিজেদের ভাবার মতো কোনও সুযোগই ছিল না। তবে তাঁরা দু’জনেই যেহেতু একি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাই তাঁদের দায়িত্ব যেন আরও বেড়ে গিয়েছিল। এটা সবসময়ে তাঁরা মনে রাখতেন, কেউ যেন কোনও কারণে তাঁদের দিকে আঙুল তোলার সুযোগ না পায়।
ঋত্বিক চক্রবর্তীর ব্যাপারে তিনি তো প্রশংসায় পঞ্চমুখ। যতদিন এই ছবির শুটিং হয়েছে, ততদিন ঋত্বিকদা তাঁর কাছে বাবাইদা হয়েই ছিলেন। ফলে অভিনয় করতে অসুবিধে হয়নি। আর এই অভিনয়টা সম্ভব হয়েছে ঋত্বিকের অভিনয়ের গুনে।
বলিউডের ব্যাপারে তাঁর মত তিনি সেখানে মানিয়ে নিতে পারবেননা, কারন ওখানের জীবন বড্ডবেশি ফাস্ট।
click and follow Indiaherald WhatsApp channel