উদ্বোধন হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর ধরে যেখানে আন্তর্জাতিক কলকাতা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই সেন্ট্রাল পার্কের নাম বদলালেন তিনি। নয়া নাম দিলেন 'বইমেলা প্রাঙ্গন'। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী বছর রাজ্যে আন্তর্জাতিক সংগীত উৎসব অনুষ্ঠিত হবে। সোমবার কলকাতা বইমেলার উদ্বোধনে (International Kolkata Book Fair 2022) গিয়ে প্রথমে দলীয় মুখপত্র 'জাগো বাংলা'র স্টল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্য পুলিস এবং কলকাতা পুলিসের স্টল ঘুরে দেখেন তিনি। এরপর বইমেলার উদ্বোধনে উঠে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের এখানে অনেক মেলা হয়। আগামী বছর মার্চ-এপ্রিলের মধ্য়ে আমরা মিলন মেলা প্রাঙ্গন সম্পূর্ণ করে ফেলব। ওটা একটা আন্তর্জাতিক মানের মেলা প্রাঙ্গন হবে। যেখানে মিটিং-মিছিল করা যেতে পারে। কিন্তু আপনাদের যখন এই প্রাঙ্গনটাই বেশি পছন্দ সেই স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। এই জায়গাটার নাম দাও বইমেলা প্রাঙ্গন। এটা একটা ডেস্টিনেশন হয়ে থাকবে। এখানে সব মেলাই করতে পারবেন। তাহলে বইমেলার আন্তর্জাতিক ব্র্য়ান্ডটা চিরকালীন হয়ে থাকবে।"

অন্যদিকে, প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা। ফি বছরের মতো প্রবেশানুমতিপত্র বা অ্যাডমিট কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নিয়ম ছাড়াও এ বারের পরীক্ষায় থাকছে কোভিড বিধি সংক্রান্ত কিছু বিশেষ নির্দেশাবলী। নির্দেশিকায় জানানো হয়েছে যে, সরকারি কোভিড বিধি অনুযায়ী প্রয়োজনীয় দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলিকে প্রতিটি বেঞ্চে দু’জন করে পরীক্ষার্থী বসানোর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পরীক্ষক যদি মনে করেন যে, কোনও পরীক্ষার্থী কোভিডের মতো কোনও স‌ংক্রামক রোগে আক্রান্ত তা হলে তিনি সেই পরীক্ষার্থীকে সবার থেকে আলাদা বসাতে পারেন। আক্রান্ত রোগীদের পরীক্ষার খাতাও পরীক্ষা শেষে আলাদা করে রাখতে হবে এব‌ং একটি আলাদাখামে ভরে উত্তরপত্র বিভাগের সহ-সচিবের কাছে পাঠাতে হবে বলেও নির্দেশিকায় বলা হয়েছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: