অন্যদিকে, রিয়া চক্রবর্তীর জামিনের পর এবার মুখ খুললেন অভিনেত্রীর মা সন্ধ্যা চক্রবর্তী। রিয়ার জামিনের পর সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সন্ধ্যা চক্রবর্তী। তিনি বলেন, রিয়া জামিনে মুক্তি হয়েছে কিন্তু তাঁর ছেলে এখনও বন্দি রয়েছে। মেয়ে কাছে এলেও, ছেলে এখনও জেলে রয়েছে, তাই চিন্তা দূর হয়নি। রিয়া এবং সৌভিক দুজনেই জেলে থাকাকালীন তিনি ঘুমোতে পারতেন না। মাঝ রাতে উঠে বসে থাকতেন বিছানার উপর। ভাবতেন, পরদিন কী হবে তাঁদের জীবনে। ছেলে, মেয়েরা যখন জেলের ভিতরে রয়েছেন, তখন তিনি কীভাবে বিছানায় শুয়ে ঘুমোবেন বলেও ভাবতেন রিয়া চক্রবর্তীর মা।
click and follow Indiaherald WhatsApp channel