বক্স অফিসে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল সেটি। সেই মতো আয়কর দেননি নির্মাতারা, এমনই খবর গিয়েছিল আয়কর দফতরে। তাতেই জরুরি তলব। কিছু দিন আগেই ‘পুষ্পা ২’-এর খবর জানতে চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল দেশ-বিদেশের জনতা। তবে নায়ক অল্লু অন্য কাজে ব্যস্ত থাকায় শুটিং শুরু করতে দেরি হয়। সদ্য রাশিয়া থেকে ফিরে কাজে যোগ দেন অভিনেতা। প্রযোজনা সংস্থা সূত্রে খবর ছিল, পুরোদমে শুটিং শুরু হবে ১২ ডিসেম্বর থেকে। তার পর শুরুর দিনেই বাধা পড়ল সেটে। আগামী ১৭ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর মুক্তির এক বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে সিক্যুয়েলের মহড়া শুটিংয়ের কিছু ঝলক সামনে আনা হবে। ২০২১ সালের ডিসেম্বরে ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর মুক্তির পর দর্শকের উন্মাদনা দেখে দ্বিতীয় পর্ব নির্মাণের কথা ভেবেছিলেন প্রযোজক গোষ্ঠী।

অন্যদিকে, ‘আরআরআর’-এর বিজয়রথ থামার নাম নেই। তার লক্ষ্য অস্কার। কিন্তু তার আগেই এই ছবির মুকুটে জুড়ে যাচ্ছে একটার পর একটা খেতাব! এসএস রাজামৌলির ছবি আরআরআর মনোনীত হল গোল্ডেন গ্লোবস ২০২৩ এর জন্য। তাও একটা বিভাগে নয়, দুটি বিভাগে মনোনীত হয়েছে এই ছবি। এমনই তথ্য প্রকাশ্যে আনল সংবাদসংস্থা এএনআই। এই খবর প্রকাশ্যে আসার পর আলিয়া ভাট থেকে করণ জোহর, প্রভাস থেকে এআর রহমান সকলেই শুভেচ্ছা জানালেন এই ছবির দলকে। এসএস রাজামৌলির আরআরআর সেরা ছবি এবং সেরা গানের বিভাগে মনোনীত হয়েছে। অ-ইংরেজি ভাষার ছবি বিভাগে আরআরআর মনোনীত হল গোল্ডেন গ্লোবস ২০২৩ শের জন্য। একই সঙ্গে এই ছবি এন্ট্রি পেল মোশন ছবির সেরা গান বিভাগে।

మరింత సమాచారం తెలుసుకోండి: