গুঞ্জন চলছিল অনেক
দিন ধরেই, এবার সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। ১৯৮২
সালের সুপার হিট ছবি সত্তে পে সত্তার রিমেক করতে চলেছেন বলিউড পরিচালক ফারহা খান।
জানা গিয়েছে অমিতাভ-হেমার জায়গায় নাকি হৃত্বিক রোশন ও দীপিকা পাডুকোনকে বেছে
নিয়েছেন ফারাহ খান। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে রঞ্জিতা কউরের চরিত্রে দেখা যেতে পারে প্রীতি
জিন্টাকে। ইতিমধ্যে এই প্রস্তাব প্রীতি জিন্টার কাছে পৌঁছেছে বলেই খবর। এবং তিনি
এই প্রস্তাবে যথেষ্ট খুশি। তবে হ্যাঁ করেছেন কি না এখনও তা জানা যায়নি। একটি মুখ্য
চরিত্রে অনুষ্কা শর্মার অভিনয়ের কথা শোনা যাচ্ছে। তবে প্রকৃতপক্ষে কে কে এই রিমেকে
অভিনয় করছে সে বিষয়ে কনফার্ম কিছু জানা যায়নি। তবে ঋত্বিক ও দীপিকার অভিনয় করার
কথা প্রায় কনফার্ম বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, মার্কিন 'মিউজিক্যাল ফিল্ম' 'সেভেন ব্রাইডস্ ফর সেভেন ব্রাদার্স'-এর অনুকরণে বানানো হয়েছিল 'সত্তে পে সত্তা' ছবিটি। এই ছবিটি ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল। বক্সঅফিসে 'সুপারহিট' ছিল এই চবিটি। অমিতাভ-হেমা ছাড়াও ছবিতে ছিলেন আমজাদ খান, রঞ্জিতা কউর, সচিন, শক্তি কাপুর, ইন্দ্রজিৎ সহ আরও বহু তারকা। এই ছবিটি কন্নড় ও মরাঠিতেও বানানো হয়েছিল।
অন্যদিকে, আবারও বকেয়া না মেটানো নিয়ে সঙ্কট সিরিয়ালের কলাকুশলীদের।
জানা গিয়েছে, সুব্রত রায়ের
প্রযোজনায় মোট পাঁচটি সিরিয়াল চললেও এখনও বকেয়া টাকা পাননি শিল্পীরা। প্রায় ১১
কোটি টাকা বাকি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই আর্টিস ফোরামে অভিযোগ জানানো হয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel