নয়া নজির গড়লেন লিয়াম লিভিংস্টোন। দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের গণ্ডি টপকে যান লিয়াম। উইকেট পান সুনীল নারিন, কেন রিচার্ডসনরা। ব্যাট করতে নেমে নজর কাড়েন দুই কারান ভাই টম ও স্যাম। দ্য হান্ড্রেডের ২৩তম ম্যাচে ব্যক্তিগত পারফর্ম্যান্সে গ্যালারি মাতান বহু তারকাই। তবে শেষ হাসে হাসে বার্মিংহ্যাম ফিনিক্স। তারা ওভাল ইনভিন্সিবলসের বিরুদ্ধে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বার্মিংহ্যাম ফিনিক্স। তারা নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটের বিনিময়ে ১৬৬ রান সংগ্রহ করে। লিভিংস্টোন ৩২ বলে ৪৫ রান করে আউট হন। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন।

অন্যদিকে, শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) না থাকা পাকিস্তানের (Pakistan) কাছে বড় ধাক্কা। সেটা সবাই জানে। তবে এই বাঁহাতি পেস বোলার এশিয়া কাপ (Asia Cup 2022) না খেলার জন্য পাক পেস বোলিং বৈচিত্রহীন হয়ে গিয়েছে। এমন বড় মন্তব্য করলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। আর এইজন্য প্রাক্তন পাক অধিনায়ক টিম ম্যানেজমেন্টকে দোষ দিলেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ রানে ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিংয়ে একাই ধস নামিয়েছিলেন শাহিন। ফলে ১০ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান। এমন প্রেক্ষাপটে ২৮ অগস্ট বাইশ গজের যুদ্ধে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ডান হাঁটুর লিগামেন্টে চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন ২২ বছরের বাঁহাতি পেসার। এই প্রসঙ্গে 'সুলতান অফ সুইং' বলেন, 'শাহিন না থাকা অবশ্যই বড় ক্ষতি। কারণ ও শুরুতেই উইকেট তুলে বিপক্ষকে চাপে রাখতে পারে। এবং সব ফরম্যাটে শাহিন উইকেট লক্ষ্য করে বোলিং করে। এইজন্য ও সাফল্য পাচ্ছে। বিশ্বের শীর্ষে থাকা জোরে বোলারদের মধ্যে ওর নাম নেওয়া হচ্ছে। তবে আমাদের বাকি পেস বোলাররা বেশ ভাল। ওরা সবাই দ্রুত গতিতে বল করতে পারে। কিন্তু সমস্যা হল এই দলে শাহিন ছাড়া আর কোনও বাঁহাতি জোরে বোলার নেই।'

మరింత సమాచారం తెలుసుకోండి: