অলিম্পিক অ্যাথলেটিক্সে সোনার খরা কাটল ভারতের। স্বাধীন ভারতে এল অ্যাথলেটিক্সে এল প্রথম পদক। শ্যুটিংয়ের পর ব্যক্তিগত বিভাগে এই প্রথম সোনা জিতল ভারত। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার সৌজন্যে সোনা এল ১৩৫ কোটির দেশে। কিন্তু যে খেলাটা দেশকে এত গুরুত্বপূর্ণ একটা সোনা দিল সেই খেলাটা কতটা জানেন। আসুন দশ তথ্যে জেনে নেওয়া যাক জ্যাভলিন থ্রো খেলাটাকে---
১) পুরুষদের জ্যাভলিন থ্রো-য়ে বিশ্বরেকর্ড ১৯৯৬ সালে চেক প্রজাতন্ত্রের জান জেলজেনির (৯৮.৪৫ মিটার)। সেখানে মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে বিশ্বরেকর্ড চেক প্রজাতন্ত্রের বারবোরা সাতকোভার (৭২.২৮ মিটার, ২০০৮ সালে) । জ্যাভলিন থ্রোয়ে বিশ্বের মাত্র একজনই ১০০ মিটারের বেশি ছোঁড়ার রেকর্ড আছে। তবে সেই রেকর্ডকে মান্যতা দেয়নি বিশ্ব অ্যাথলিট সংস্থা। তাঁর নাম জার্মানির উয়ে হোনের। তিনি ১৯৮৪ বার্লিনে এক টুর্নামেন্ট ১০৪.৮০ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন। কিন্তু বিশ্ব অ্যাথলিট সংস্থা মান্যতা দেয়নি, কারণ সেটা নাকি মাপার ভুল ছিল। যদিও জার্মানরা মনে করেন এটা তাদের বিরুদ্ধে চক্রান্ত।


২) আগে ছিল কম- ১৯০৮ লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিবলেন সুইডেনের এরিক লেমিং। তিনি ছুঁড়েছিলেন মাত্র ৫৪.৮৩ মিটার। সেটাই সে সময় ছিল বিশ্বরেকর্ড।

৩) জ্যাভলিন থ্রোয়ে অলিম্পিকে এশিয়ার প্রথম দেশ হিসেবে সোনা জিতল ভারত। জ্যাভলিনে ইউরোপের দেশগুলির আধিপত্য। সবচেয়ে বেশি সোনা জিতেছে ফিনল্যান্ড (৭ বার)।

৪) বিশ্বের ১২তম দেশ হিসেবে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতল ভারত। আফ্রিকার একমাত্র দেশ হিসেবে জ্যাভলিন থ্রোয়ে অলিম্পিক পদক আছে কেনিয়ার।

৫) টোকিও অলিম্পিকে ভারত যেমন  জ্যাভলিন থ্রো-য়ে প্রথমবার সোনার  পদক জিতল, চিনও তেমন এই খেলায় প্রথমবার সোনা জিতল। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া, সেখানে মহিলাদের জ্যাভলিন থ্রো সোনা জিতলেন চিনের লিউ শিউইং।

৬) টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ী নীরজ চোপড়া ছোঁড়েন ৮৭.৫৮ মিটার, সেখানে মহিলাদের জ্যাভলিনে চিনের জ্যাভলিন থ্রোয়ার ৬৬.৩৪ মিটার ছুঁড়ে সোনা পান। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে বিশ্বরেকর্ড ৯৮.৪৮ মিটার, মহিলাদের জ্যাভলিন থ্রো-য়ে বিশ্বরেকর্ড ৭২.২৮ মিটার।

৭) জ্যাভলিন থ্রো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ফিনল্যান্ডে। ভারতে যেমন ক্রিকেটের জনপ্রিয়তা, ফিনল্যান্ডে তেমন জ্যাভলিন থ্রো-য়ের। অলিম্পিক জ্যাভলিন থ্রোয়ে সফলতম দেশ ফিনল্যান্ড (৭টি সোনা সহ ২২টি পদক)। তবে ১৯৯৬ আটলান্টা গেমসের পর থেকে আর অলিম্পিকে সোনা জেতেনি ফিনল্যান্ড।

৮) ২০১৯ দোহা বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে জ্যাভলিন থ্রো-য়ে সোনা জেতেন অচেনা দেশ গ্রেনেডার এক খেলোয়াড়। নাম অ্যান্ডারসন পিটার। সবাইকে চমকে গ্রেনেডার সেই জ্যাভলিন থ্রোয়ার পিটার ৮৬.৮৯ মিটার দূরত্ব ছুঁড়ে সোনা জেতেন।  

৯)  অলিম্পিকে সোনা জিতলে কী হবে বিশ্ব জ্যাভলিন সংস্থার Ranking-এ নীরজ চোপড়া এখন আছেন ১৬ নম্বরে। শীর্ষে আছেন তারকা জ্যাভলিন থ্রোয়ার জার্মানির জোহানেস ভেত্তার। যিনি আজ চতুর্থ স্থানে শেষ করলেন।

১০) ২০০৭ সালে রোমে এক অ্যাথলিট মিট চলাকালীন মাঠের অন্যপ্রান্তে চলা জ্যাভলিন থ্রোয়ের খেলা থেকে উড়ে এসে পড়া জ্যাভলিনের আঘাতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ফরাসি লং জাম্পার সালিম সিদরি। তিনি তখন লং জাম্প খেলার প্রস্তুতি নিচ্ছিলেন।  

మరింత సమాచారం తెలుసుకోండి: