অন্যদিকে, বুধবার বিকেলে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সমন পাঠায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যে খবর প্রকাশ্যে আসতেই গোটা বি টাউন জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর শোরগোল। দীপিকার পাশাপাশি সারা আলি খান, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর এবং করিশ্মা প্রকাশকেও সমন পাঠানো হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে দীপিকাকে এনসিবির অফিসে হাজিরা দিতে হবে বলে দেওয়া হয়েছে নির্দেশে। এসবের পাশাপাশি বলিউডের এক নামি প্রযোজককেও সমন পাঠানোর তোড়জোড় শুরু করা হয়েছে বলে খবর। তবে বি টাউনের কোন প্রযোজক এনসিবির নজরে রয়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
click and follow Indiaherald WhatsApp channel