ফের বাড়ল সোনার দাম (Gold Price Hike)। একইসঙ্গে বাড়ছে রুপোর দামও। কলকাতায় (Kolkata) পাকা সোনা অর্থাৎ ২৪ ক্যারাট, ১০ গ্রাম একদিনে ৫৫০ টাকা বেড়ে হয়েছে ৫৬,৩৫০ টাকা। এক কেজি রুপোর বাট ৯৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৯,৬৫০। দু বছর আগে ২০২০-র ৭ অগাস্ট সোনার দাম বেড়ে হয়েছিল ৫৬ হাজার ৯৬০ টাকায়। ওটাই সর্ব শেষ। এদিন ৫৬ হাজার পেরোতেই রেকর্ড ভাঙার আশঙ্কা করছেন অনেকে। দাম বৃদ্ধির সুফল পাওয়া গেলেও গয়নার ক্রেতাদের মাথায় হাত। এ কারণে বিপাকে পড়েছে ছোট দোকানগুলি। সোনার দাম বৃদ্ধির করাণে বাজারে ক্রেতা কমেছে।

বিশেষজ্ঞদের মতে, সুরক্ষিত লগ্নি হিসাবে সোনার চাহিদা আন্তর্জাতিক বাজারে অনেকটাই বেড়েছে। এর ফলে সোনার দামও বাড়ছে। তার উপর দেশে ওই সোনা আমদানির খরচও বেড়েছে। অন্যদিকে টাকার নিরিখে ডলারও অনেক উঁচুতে। এর ফলে লগ্নির হিড়িক বেড়েছে দেশেও। প্রায় সাড়ে চার মাসে বৃদ্ধি পেয়েছে ৬ হাজার ৫৫০ টাকা। সংশ্লিষ্ট মহলের মতে, ২০২০ ও ২১-এ করোনার কারণে সোনাকে আঁকড়ে ধরছিলেন সকলে। বিশ্ব বাজারে প্রতি আউন্স ২৪ ক্যারাট সোনা ছুঁয়েছে ১৮৪৩ ডলার।

রাজ্যের জেম অ্যান্ড জুয়েলারি পার্কের সভাপতি অশোক বেঙ্গানি বলেন, বহু লগ্নি বন্ড থেকে সরে গিয়ে সোনায় যাচ্ছে। কারণ, অনেকের ধারণা আমেরিকায় সুদ বৃদ্ধিতে এ বার রাশ পড়তে পারে। অন্যদিকে, ভারত-সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্ক সোনা কেনায় দাম বেড়েছে সোনার।

మరింత సమాచారం తెలుసుకోండి: