শাহরুখ খানের ‘পাঠান’ই শেষ কথা বলছিল বেশ কিছু দিন ধরে। তার পর অন্য চাল চাললেন 'মিসেস চ্যাটার্জি'। নরওয়েতে নজির গড়ল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি। সপ্তাহান্তের 'নরওয়ে' সব রেকর্ডগুলি ভেঙে দিয়েছে। সেই দেশে 'পাঠান' এর রেকর্ডও ভেঙে দেয় এই রানির ছবি। বিদেশের বাজারে ৬০০ হাজার ডলার ব্যবসা করেছে এবং আগামী দিনে এই ছবি আরও ভালো ব্যবসা করবে বলে আশাবাদী বলিউডের ট্রেড অ্যানালিস্টরা। দেশের ব্যবসার নিরিখে এই ছবি ভারতে ১২ কোটিরও বেশি আয় করেছে ইতিমধ্যে।
রানি মুখোপাধ্যায়ের চরিত্রটি সাগরিকা চক্রবর্তীর জীবনের সত্য ঘটনা তুলে ধরেছে বড়পর্দায়। বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও এ ছবির অন্যতম আকর্ষণ। ছবির আবেগ ছুঁয়ে গিয়েছে দর্শকদের। এই ছবিতে চাকরি সূত্রে সাগরিকা ও তাঁর স্বামী নরওয়েতে যান। সেখানেই সংস্কৃতির বিভেদের কারণে তাঁদের দুই ছেলেমেয়েকে নরওয়ের চাইল্ড কেয়ার তাঁদের কাছ থেকে কেড়ে নেয়। অভিযোগ, বাচ্চাদের সঠিকভাবে মানুষ করছেন না সাগরিকা। তাই ১৮ বছর বয়স না হলে, বাচ্চাদের দায়িত্ব তাঁদের দেওয়া হবে না। নরওয়ে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে শুরু করেন সাগরিকা। ২০১১ সালে এই লড়াই শেষ হয় ও তাঁদের বাচ্চাদের ফিরে পান চট্টোপাধ্যায় দম্পতি। তাঁর সেই লড়াইয়ের কাহিনিই বড়পর্দায় তুলে ধরেছেন পরিচালক অসীমা ছিব্বর সহ রানি মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও অন্যান্যরা।
click and follow Indiaherald WhatsApp channel