এবার করোনা আক্রান্ত হলেন রাহুল। লকডাউনের আগে পর্যন্ত 'দেশের মাটি' ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। লকডাউনের পর বন্ধ রয়েছে শুটিং। বাড়িতে থাকাকালীনই শরীর খারাপ লাগায় করোনা টেস্ট করান তিনি। রিপোর্ট আসে পজিটিভ। গত তিনদিন ধরে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা। সঙ্গে রয়েছেন তাঁর মা। নিজেকে একেবারেই আইসোলেটেড করে রেখেছেন অভিনেতা। জ্বর ছিল, তবে সেইভাবে শ্বাসকষ্ট নেই। গা, হাত, পা ব্যাথা, শরীর দুর্বল। নিজেকে একেবারেই আইসোলেটেড করে রেখেছেন অভিনেতা। জ্বর ছিল, তবে সেইভাবে শ্বাসকষ্ট নেই। গা, হাত, পা ব্যাথা, শরীর দুর্বল।


অন্যদিকে, সোমবার মৌসম ভবনের সন্ধ্যা সাড়ে ৮টার বুলেটিন অনুযায়ী, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। এই মুহূর্তে দিঘা থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। গতিবেগ বাড়লেও গতিপথ একই রয়েছে ইয়াস-এর। অর্থাৎ বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের দিঘার মধ্যবর্তী জায়গা ওড়িশার বালেশ্বরের কাছ দিয়েই ইয়াস অতিক্রম করবে বলে পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় এই মুহূর্তে ১৭ ডিগ্রি ১ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৯ ডিগ্রি ৩ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এই মুহূর্তে আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ৭১০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিম, ওড়িশার পারাদ্বীপ থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব ও পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস।

మరింత సమాచారం తెలుసుకోండి: