কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১। তবে সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। ১৩ এপ্রিলের পর এই প্রথমবার দেশের দৈনিক মৃত্যু এক হাজারের নীচে নামল। গত সাত দিন ধরে দেশের সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে। তবে রবিবার পেয়েছেন খুবই কম সংখ্যক মানুষ। দেশে মাত্র ১৭ লক্ষ ২১ হাজার ২৬৮ জন টিকা পেয়েছেন গত ২৪ ঘণ্টায়। শনিবার টিকা পেয়েছিলেন ৬৪.২৫ লক্ষ মানুষ। গত সপ্তাহের অধিকাংশ দিনই দেশে একদিনে টিকাকরণ হয়েছে ৬০ লক্ষের বেশি।

অন্যদিকে, দু'সপ্তাহ না পেরোতেই দিল্লির এইমস হাসপাতালে (Delhi AIIMS) ফের আগুন (Fire) লাগল। সোমবার ভোর পাঁচটা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট বা এইমস হাসপাতালের জরুরি বিভাগে (Emergency Ward) আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি নামানো হয় রোগীদের। বেশ কিছু রোগী প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে ছিলেন। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেই জানিয়েছে দিল্লির দমকল বিভাগ। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেই জানিয়েছে দিল্লির দমকল বিভাগ।   ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

మరింత సమాచారం తెలుసుకోండి: