হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই জুলাইয়ের শেষ দেখতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। রবিবার পর্যন্ত অল্পবিস্তর বৃষ্টি হবে। আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধুমাত্র তিন জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং) একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। ২৮ জুলাই, বৃহস্পতিবার একইরকম আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। ২৯ জুলাই এবং ৩০ জুলাই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। উপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্যবধান সপ্তাহ দুয়েকের। বিমানের ইঞ্জিনের এবার ধাক্কা লাগল পাখির! বিমানটিকে অবশ্য় নিরাপদে অবতরণ করিয়েছেন পাইলট। ফের বিপত্তি কলকাতা বিমানবন্দরে। ঘটনাটি ঠিক কী? এদিন মুম্বই থেকে ৭৫ জন যাত্রী নিয়ে বেসরকারি সংস্থার ওই বিমান এসে পৌঁছয় কলকাতায়। বিমানটি যখন দমদম বিমানবন্দরে অবতরণ করছিল, তখন ডানদিকে ইঞ্জিনে সঙ্গে ধাক্কা লাগে একটি পাখির। দ্রুত পরিস্থিতি সামলে নেন পাইলট। নিরাপদে বিমান অবতরণ করে দমদমে। এর আগে, কলকাতা বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার ঠিক আগের মুহূর্তের বিমানের ট্যাক্সিওয়েতে। দীর্ঘক্ষণ পর ফলো গাড়ি করে গর্ত থেকে তোলা হয় বিমানটিকে। গন্তব্য়ের উদ্দেশ্য রওনা দিতে সময় লাগল প্রায় এক ঘণ্টা।

మరింత సమాచారం తెలుసుకోండి: