গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩০১ জনের। তার মধ্যে ২১০ জনই কেরলের। মহারাষ্ট্রে ৩৪, তামিলনাড়ুতে ১৫ এবং পশ্চিমবঙ্গে ১৪ রয়েছে মৃতের সংখ্যা। বাকি সব রাজ্যে তা ১০-এর কম। অক্টোবরের শুরু থেকেই দেশের দৈনিক আক্রান্ত রয়েছে ২০ হাজারের নীচে। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ২৩৮। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫ জন। এ বছর দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ১.৩৫ লক্ষে নেমেছিল সক্রিয় রোগীর সংখ্যা। তার পর মে মাসে তা ৩৭ লক্ষ ছাড়িয়েছিল। সেখান থেকে কমতে কমতে ১.৩০ লক্ষের নীচে নামল সক্রিয় রোগী।
অন্যদিকে, করোনার আতঙ্ক কাটিয়ে পূর্ববর্তী অবস্থায় ফিরছে ভারতীয় রেল। স্পেশ্যাল ট্রেনগুলোকে বদলে যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, এর ফলে একধাক্কায় কমতে পারে প্রায় ১৭০০টি ট্রেনের ভাড়া। আর ইতিমধ্যেই রাজ্যে চালু হয়ে গিয়েছে লোকাল ট্রেন।
click and follow Indiaherald WhatsApp channel