আর কোহলির অধিনায়ক হিসেবে সরে দাঁড়ানোর খবর সামনে আসার পরেই 'কিং কোহলি'কে বিশেষ সম্মান জানালেন মহারাজ। বিসিসিআই-এর বিবৃতিতে সৌরভ বলেছেন, "বিরাট ভারতীয় ক্রিকেটের প্রকৃত সম্পদ। এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছে। সমস্ত ফরম্যাটে বিরাট সাফল্যের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও সুদৃঢ় করার জন্যই বিরাট এমন পদক্ষেপ নিল। টি-টোয়েন্টি ফরম্যাটে ও অধিনায়ক হিসেবে দারুণ পারফরম্যান্স করেছে। আশা করি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওর অধিনায়কত্বে দল ভাল খেলবে। এবং বরাবরের মতো এবারও বিরাটকে অনেক রান করতে দেখতে পাব।" "বিরাট ভারতীয় ক্রিকেটের প্রকৃত সম্পদ। এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছে। সমস্ত ফরম্যাটে বিরাট সাফল্যের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও সুদৃঢ় করার জন্যই বিরাট এমন পদক্ষেপ নিল। টি-টোয়েন্টি ফরম্যাটে ও অধিনায়ক হিসেবে দারুণ পারফরম্যান্স করেছে। আশা করি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওর অধিনায়কত্বে দল ভাল খেলবে। এবং বরাবরের মতো এবারও বিরাটকে অনেক রান করতে দেখতে পাব।"
click and follow Indiaherald WhatsApp channel