জুলাইয়ে নিজের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জেতার পরে লেভার কাপেই প্রথম প্রতিযোগিতায় নামেন জোকোভিচ। করোনার প্রতিষেধক না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ওপেনে তিনি নামতে পারেননি। শনিবার অবশ্য লেভার কাপে সিঙ্গলস এবং ডাবলস ম্যাচে জেতেন জোকোভিচ। তবে রবিবার কানাডার তরুণ ফেলিক্স অগার আলিয়াসিমের কাছে তিনি হেরে যান। ‘‘সত্যি বলতে গত চার-পাঁচ দিন ধরে কব্জির সমস্যাটা সামলানোর চেষ্টা করছি। সব কিছু নিয়ন্ত্রণেই রয়েছে এখনও পর্যন্ত,’’ বলেন জোকোভিচ। তিনি যোগ করেছেন, ‘‘শনিবার দুটো ম্যাচ খেলার প্রভাব সম্ভবত পড়েছিল। রবিবার তাই ম্যাচে সমস্যা হচ্ছিল। যে ভাবে চাইছিলাম সার্ভ করতে পারছিলাম না।’’

অন্যদিকে, সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা মোটেই সুখকর হল না তানিয়া ভাটিয়ার (Taniya Bhatia)। ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটারের সর্বস্ব লুট হয়ে গেল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য হরমনপ্রীত কউররা উঠেছিলেন লন্ডন ম্যারিয়ট হোটেল মাইডা ভেলে (London Marriott Hotel Maida Vale)। আর এই হোটেলের ঘর থেকেই তানিয়ার ব্যাগ চুরি হয়ে গেল। ব্যাগের মধ্যেই ছিল টাকাপয়সা, কার্ড, গয়নাগাটি ও একাধিক ঘড়ি। এহেন ভয়ংকর অভিজ্ঞতার কথা তানিয়া সোমবার বিকালে ট্যুইট করে জানিয়েছেন। অপ্রত্যাশিত ঘটনার জন্য তিনি হোটেল কর্তৃপক্ষকে একহাত নিয়েছেন। ইসিবি-কেও ট্যুইটারে ট্যাগ করেছেন তানিয়া। তানিয়া এদিন ট্যুইটারে লিখেছেন, 'ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেল ম্যানেজমেন্টের আচরণে আমি স্তম্ভিত ও হতাশ। কেউ আমার ব্যক্তিগত রুমে ঢুকে আমার ব্যাগ চুরি করেছে। ব্যাগের মধ্যে নগদ অর্থ, কার্ড, একাধিক ঘড়ি ও গয়না ছিল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে এই হোটেলেই আমি ছিলাম। একেবারেই নিরাপদ নয়। আশা করি দ্রুত এই বিষয়ে তদন্ত হবে এবং সমাধান হবে। ইসিবি ক্রিকেটের পছন্দের হোটেলে এরকম নিরাপত্তাহীনতা চমকে দেওয়ার মতো। আশা করি তারা এই বিষয়ে অবগত হবে।'

మరింత సమాచారం తెలుసుకోండి: