তবে ভারতী শ্যুট করবেন জেনে সঞ্চালিকার মা বেশ চিন্তিত। সে কথা জানিয়ে মায়ের উদ্দেশে ভারতী বলেন, ‘‘মা, তোমার প্রজন্মের সমস্ত মহিলাকে জানাই, এখন সময় বদলেছে। অন্তঃসত্ত্বা হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে বসে থাকার চল আর নেই৷ তাই আমি কাজ করব।’’ আগত সন্তানকে নিয়ে উত্তেজিত হর্ষও। বললেন, ‘‘প্রথম দিনটা কেটে গেলেই সকলের চিন্তা কমে যাবে।’’ এছাড়া ভারতী রসিকতার উদাহরণ হামেশাই পাওয়া যায়। এই ভিডিয়োতেও নিজের প্রতিভার ছোঁয়া রাখতে ভোলেননি তিনি। বলেছেন, ‘‘আমার গর্ভে তো আমার সন্তান আছে। কালার্স বেশ চালাক। আমাদের পরিবারের তিন জনকে দিয়ে কাজ করিয়ে দু'জনের পারিশ্রমিক দিচ্ছে।’’ মা হওয়ার আগে ভারতী নিজের ওজন কমিয়েছেন ইন্টারমিটেন্ট ডায়েট করে। সন্ধ্যা ৭টার পর থেকে তিনি কিছুই খেতেন না। যতই লোভনীয় খাবার দেওয়া হোক না কেন, তিনি চেখেও দেখতেন না। এ ভাবেই তিনি ১৫ কিলো ওজন ঝরিয়েছেন।
তবে ভারতী শ্যুট করবেন জেনে সঞ্চালিকার মা বেশ চিন্তিত। সে কথা জানিয়ে মায়ের উদ্দেশে ভারতী বলেন, ‘‘মা, তোমার প্রজন্মের সমস্ত মহিলাকে জানাই, এখন সময় বদলেছে। অন্তঃসত্ত্বা হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে বসে থাকার চল আর নেই৷ তাই আমি কাজ করব।’’ আগত সন্তানকে নিয়ে উত্তেজিত হর্ষও। বললেন, ‘‘প্রথম দিনটা কেটে গেলেই সকলের চিন্তা কমে যাবে।’’ এছাড়া ভারতী রসিকতার উদাহরণ হামেশাই পাওয়া যায়। এই ভিডিয়োতেও নিজের প্রতিভার ছোঁয়া রাখতে ভোলেননি তিনি। বলেছেন, ‘‘আমার গর্ভে তো আমার সন্তান আছে। কালার্স বেশ চালাক। আমাদের পরিবারের তিন জনকে দিয়ে কাজ করিয়ে দু'জনের পারিশ্রমিক দিচ্ছে।’’ মা হওয়ার আগে ভারতী নিজের ওজন কমিয়েছেন ইন্টারমিটেন্ট ডায়েট করে। সন্ধ্যা ৭টার পর থেকে তিনি কিছুই খেতেন না। যতই লোভনীয় খাবার দেওয়া হোক না কেন, তিনি চেখেও দেখতেন না। এ ভাবেই তিনি ১৫ কিলো ওজন ঝরিয়েছেন।
click and follow Indiaherald WhatsApp channel