সরাসরি মমতার বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ তুললেন নরেন্দ্র মোদী। মোদী বলেন, ‘‘উনি জনসভায় নিজের ছাপ্পা ভোট গ্যাংকে ট্রেনিং দিচ্ছেন, ট্রেনিং। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ১০ বছর সরকার চালানোর পরে শেখাচ্ছেন, কেমন করে নিরাপত্তা বাহিনীকে ঘেরাও করতে হয়, কী ভাবে নিরাপত্তা বাহিনীকে পেটাতে হয়, আর কেমন করে বুথে হামলা করতে হয়।’’

প্রসঙ্গত, সম্প্রতি কোচবিহারের একটি জনসভাতেই মমতা কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘‘সিআরপিএফ যদি গন্ডগোল করে, মেয়েদের একটা দল মিলে ওদের ঘেরাও করে রাখবেন। আর একটা দল ভোট দিতে যাবেন। শুধু ঘেরাও করে রাখলে ভোট দেওয়া হবে না। তাই ভোট নষ্ট করবেন না। ৫ জন ঘেরাও করবেন। ৫ জন ভোট দেবেন।’’ এই বক্তব্যের জেরে ইতিমধ্যেই কমিশন নোটিস দিয়েছে মমতাকে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, ‘‘এই হিংসা, লোককে নিরাপত্তা রক্ষীদের উপরে আক্রমণ করার উস্কানি দেওয়ার পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার পদ্ধতি দিদি আপনাকে বাঁচাতে পারবে না। আপনার ১০ বছরের কুকর্ম থেকে হিংসা আপনাকে রক্ষা করতে পারবে না।’’

শিলিগুড়ির জনসভায় মোদী বলেন, দিদি এখন ট্রেনিং দিচ্ছেন। দশ বছর একটি রাজ্য শাসন করার পর দিদি এখন সাধারণ মানুষকে শেখাচ্ছেন কীভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে হবে। কেমন করে বুথে হামলা করতে হবে। দেশের বাহাদুর জওয়ান জঙ্গিদের, নকশালদের ভয় পায় না। তারা আপনার গুন্ডাদের ভয় পাবে? দিদির গুন্ডারা ছাপ্পা ভোট দিতে পারছে না। এর জন্য়ই  দিদির এত রাগ। গত ১০ বছরের হিসেব তিনি দেননি। কিন্তু যেখানেই যাচ্ছেন সেখানেই মোদীকে গালাগাল করছেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: