ষষ্ঠ ভারতীয় বোলার হিসাবে বুমরা টেস্ট ক্রিকেটে SENA (South Africa, England, New Zealand, Australia) দেশে ১০০ উইকেট নিলেন। এদিন বুমরা ইংলিশ ওপেনার জ্যাক ক্রলেকে (Zak Crawley) ফেরাতেই এই অনন্য রেকর্ড করে ফেলেলন। সেনা দেশে বুমরার ১০০ উইকেটের মধ্যে ৩৬টি এসেছে ইংল্যান্ডের মাটিতে। ৩২টি উইকেট তিনি পেয়েছেন অস্ট্রেলিয়ায়। ২৬টি উইকেট এসেছে দক্ষিণ আফ্রিকায়। ৬টি উইকেট রয়েছে তাঁর নিউজিল্যান্ডে। ভারতীয়দের মধ্যে সেনা দেশে বুমরা ছাড়া ১০০ উইকেট রয়েছে অনিল কুম্বলে, জাহির খান, ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও কপিল দেবের। এর আগে এজবাস্টন টেস্টে জোড়া রেকর্ড করেছেন বুমরা! ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলার হিসাবে নজির গড়েছেন তিনি। বুমরা পিছনে ফেলে দিয়েছেন ভুবনেশ্বর কুমার  ও জাহির । ২০২১-২২ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরার ঝুলিতে চলে এসেছে ২১টি উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি ৬৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন।

অন্যদিকে, আগামী মরসুমেও অস্ট্রেলিয়ায় মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলবেন হরমনপ্রীত কাউর। মেলবোর্ন রেনেগেডসের হয়েই আবার খেলতে দেখা যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে। ২০২১-২২ মরসুমে মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দুরন্ত পারফরমান্স করেছিলেন হরমনপ্রীত। ৫৮ গড়ে ৪০৬ রান করেন মহিলাদের বিবিএলে। বল হাতেও ১৫টি উইকেট নেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও হন তিনি। সেই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আবার হরমনকে সই করাল মেলবোর্ন। বিবিএলের পুরনো দলে ফিরতে পেরে খুশি হরমনও।

మరింత సమాచారం తెలుసుకోండి: