দশ বছর আগে আজকের তারিখেই শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ জিতেছিল ভারত। ২৮ বছর পর সেই সাফল্যে উদ্বেল হয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সে দিনের ছবি পোস্ট করে ক্যাপশনে সহবাগ লিখেছেন, “এপ্রিল ২: দশ বছর আগে জীবনের সব থেকে সেরা মুহূর্ত কাটিয়েছিলাম।” সেই বিশ্বকাপে সচিনের সঙ্গে ওপেন করেছিলেন সহবাগ। ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ঢাকায় প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। ভারত তুলেছিল ৩৭০ রান। ভারত যে কাপ জেতার মানসিকতা নিয়েই খেলতে নেমেছে, সেটা প্রমাণ হয়ে গিয়েছিল ওই ম্যাচের পরেই। ভারত যে কাপ জেতার মানসিকতা নিয়েই খেলতে নেমেছে, সেটা প্রমাণ হয়ে গিয়েছিল ওই ম্যাচের পরেই।

অন্যদিকে, করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শুক্রবার সকালে তিনি টুইট করে লেখেন, 'আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। কিছু ডাক্তারি পরামর্শের জন্য হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন।' তিনি আরও বলেন,' আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার সতীর্থদের অভিনন্দন জানাই।' আশা করি কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন।' তিনি  আরও বলেন,' আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার সতীর্থদের অভিনন্দন জানাই।'

మరింత సమాచారం తెలుసుకోండి: